আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামালপুর জেলা ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় এবং জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সার্বিক সহযোগিতায় সরকারি আশেক মাহমুদ কলেজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবনবন্ধনে বক্তারা গুমের শিকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মী এবং নাগরিকদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একইসঙ্গে এসব গুম-খুনের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানান তারা।
এ সময় জামালপুর শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক নেতা মো. ইকরামুল হোসেন মানিক।
এছাড়া মাবনবন্ধনে আরও বক্তব্য দেন- কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সুজন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাব্বী, জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক পাভেল, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সারোয়ার।
মন্তব্য করুন