চাঁপাইনবাবগঞ্জে জুঁই আক্তার নামে এক পৌর যুব মহিলা লীগের নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগ সভাপতি ও যুবলীগ নেতা শহীদের স্ত্রী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার হুজরাপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাজনীতির বাইরে জুঁই আক্তার একজন নারী উদ্যোক্তা। সোমবার (০৯ ডিসেম্বর) তিনি জেলা প্রশাসনের আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় নারী উদ্যোক্তা হিসেবে অংশ নেন। এতে সমালোচনার সৃষ্টি হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
সদর থানার ওসি রইস উদ্দিন জানান, রাজনৈতিক মামলায় পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন