গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, টঙ্গীর বনমালা রেলক্রসিং এলাকায় আনুমানিক ৩০ বয়সী বাবা ও ১০ বছর বয়সী ছেলে রেললাইন দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে রাত সোয়া ১০টার দিকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা বাবা-ছেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন