বগুড়ায় ট্রাকচাপায় জহুরুল ইসলাম নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের গোদারপাড়া সেফওয়ে মোটেলের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত সামস উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ বিএল কলেজের প্রভাষক ছিলেন।
উপশহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মোটরসাইকেলে যাচ্ছিলেন শিক্ষক জহুরুল ইসলাম। সেফওয়ে মোটেলের সামনে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন