চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌর সদরে ডাকাতি করার সময় নিজেদের গুলিতে মো. রাশেদ নামে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. রাশেদ (২৬) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাদশা আলমের পুত্র। এর আগে রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার পন্থিছিলা এলাকায় ডাকাতি করার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. নুরুজ্জামান নামের এক ব্যবসায়ী টাঙ্গাইল থেকে প্রাইভেট কারে চট্টগ্রামে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার পন্থিছিলা এলাকা অতিক্রম করার সময় প্রাইভেট কার লক্ষ্য করে একটি লোহার টুকরো ছুড়ে মারে ডাকাত দল। এ সময় গাড়িটি থামালে ডাকাতরা যাত্রীদের আটক করে ফেলে। তাদের কাছ থেকে মুঠোফোন ও ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
এক পর্যায়ে তারা চিৎকার করলে মহাসড়কে টহলরত পুলিশ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তাদেরই গুলিতে ডাকাত সদস্য রাশেদ গুলিবিদ্ধ হয়। তাকে ডাকাত দলের সদস্যরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে রাশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাশেদ।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান কালবেলাকে বলেন, সীতাকুণ্ড পৌর সদরের একদল ডাকাত এক ব্যবসায়ীকে জিম্মি করে সবকিছু ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে মহাসড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এই সময় ডাকাতের গুলিতে রাশেদ নামে আরেক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন