রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফল বিক্রেতা মেরাজুল হত্যা মামলার আসামি গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিল্লুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
রংপুর পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন জানান, ওই চেয়ারম্যান গত ১৯ জুলাই সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত মেরাজুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল সিটি করপোরেশনের ফুটওভার ব্রিজের কাছে আসে। এ সময় আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে মিছিলে বাধা দেয়। মিছিলটি এগিয়ে যেতে থাকলে রংপুর পুলিশ সুপার সতর্ক না করে পুলিশের এপিসিতে উঠে গুলি ও ইটপাটকেল ছোড়ার নির্দেশ দেন। এ সময় আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ও ইটপাটকেল মারতে শুরু করে। এরই এক পর্যায়ে মেরাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৫ আগস্ট নিহতের স্ত্রী নাজমিম ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
মন্তব্য করুন