রংপুরের পীরগাছায় সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় পীরগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. আব্দুল মান্নান নামে এক ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন বলেন, কিছু অসাধু পাইকারি ব্যবসায়ী সয়াবিন তেল পাইকারিতে বিক্রি না করে খুচরা দরে করছেন। যার প্রভাব বাজারে পড়ছে। এ ছাড়া তারা তেল বিক্রির মেমো দেখাতে পারছেন না। এ জন্য একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন