বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন সংশোধন হবে না। বিএনপি নেতাদের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চলমান রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে অগ্রগতির বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ভোটাধিকারকে ধ্বংস করেছে। মানবিক মূল্যবোধ বলতে কিছু ছিল না। দীর্ঘ সময় দেশে রেজিম চালানোর ফলে তাদের নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলেছিল। সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, অর্থ পাচার থেকে শুরু করে দেশে গুম-খুন ও গণধর্ষণ ছিল ওপেন সিক্রেট।
তিনি আরও বলেন, জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েও তারা সংশোধন হয়নি। সকাল বেলায় গণমাধ্যমে দেখলাম সিলেট আওয়ামী লীগের তিন দায়িত্বশীল নেতা ভারতে পালিয়ে গিয়ে সেখানে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন। দেশকে লুটেপুটে খেয়ে ভারতে পালিয়ে গিয়েও তারা সংশোধন হয়নি, সেখানে গিয়েও ধর্ষণের মতো জগণ্য অপরাধ করেছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল হক নুরুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাইনি। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার শেষে শিগগিরই দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন। এজন্য দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশের সর্বস্তরের মানুষ বিএনপির নেতৃত্বের আস্থাশীল। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে এখন থেকেই দলের সব নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে।
কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আব্দুল মোত্তালেব খাঁন, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম আজাদ, মোনাজ্জির হোসেন সুজন, নুর আলী, সালমা আক্তার, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, জুনাব আলী, রাখাব উদ্দিন, মুক্তিযুদ্ধা হারুন রশিদ, মেহেদী হাসান উজ্জল, লৎফর রহমান, বাবু ভাস্কর রায়, একেএম নাসের উদ্দিন, এমদাদুল হক, মো. মোশাহীদ আলম তালুকদের ডা. শামছুদ্দিন আহমেদ, মো. গোলাম নুর, শামীম আহমেদ, মো. ইছাক মিয়া, মো. আশরাফুল আলম, মো. নজরুল ইসলাম শাহ, মো. রহুল আমিন, মো. রাখাব উদ্দিন, মো. চাঁন মিয়া, মো. এমরান হুসেন, মো. বাদল মিয়া, মো. শাখাওয়াত হোসেন, মো. জমিরুল হক।
মন্তব্য করুন