বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে খুলনা-ঢাকা মহসড়কের ফকিরহাট উপজেলার তৈয়বআলী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার গাবুরা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে মো. আশরাফুল ইসলাম ঘোরামী (৪৫) ও আকবর ঘোরামীর ছেলে রনি ঘোরামী (১২)। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আশরাফুল ইসলাম তার ভাতিজা রনিকে নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। ফকিরহাটের তৈয়বআলী বটতলা এলাকায় এসে পৌঁছলে খুলনাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আশরাফুল ইসলাম মারা যান। স্থানীয়রা রনিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে চিকিৎিসকরা তাকে খুলনায় রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রনি।
তিনি বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।
মন্তব্য করুন