হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌরসভার গরুর বাজারসংলগ্ন বিআইডব্লিউটি ভবনের পাশে ১০ বছর আগে জনসাধারণের জন্য নির্মাণ করা হয়েছিল গণশৌচাগার। তবে নির্মাণের দশ বছর পার হলেও এখনো তালা খুলেনি গণশৌচাগারটির।
যার ফলে বাজারের ব্যবসায়ীসহ সপ্তাহের দুটি হাটের দিনসহ প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে আসা জনসাধারণ প্রাকৃতিক কাজ সারতে পড়েছেন বিপাকে। বিশেষ করে পৌর সদরে চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা নারী-পুরুষ এই ভোগান্তিতে পড়ে।
পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ৬ লাখ টাকা ব্যয়ে পৌরসভার গরুর বাজারের পশ্চিম পাশে নির্মাণ করা হয় একটি গণশৌচাগার। স্থানীয়রা জানায়, নির্মাণকাজ শেষে হওয়ার পর দশ বছর পেরিয়ে গেলেও আজও এর তালা খোলেনি পৌর কর্তৃপক্ষ। আর এতে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যাবসায়ী, সাধারণ মানুষসহ বিভিন্ন উপজেলা থেকে পৌর সদরের আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
স্থাানীয় বাসিন্দা সাগর মিয়া, ছানু মিয়াসহ একাধিক ব্যক্তি বলেন, ২০০৪ সালে পৌরসভা নির্মাণ করা হয়। নামে পৌরসভা হলে পৌরবাসী নানা ধরনের সুবিধা থেকে আজও বঞ্চিত।
সুনামগঞ্জের শাল্লা উপজেলা থেকে হাটে আসা কামরুল মিয়া বলেন, সপ্তাহের দুদিনসহ প্রায় প্রতিদিনই নিকটবর্তী হওয়ায় চিকিৎসা, হাটবাজার করাসহ বিভিন্ন কাজে আমরা পৌর সদরে আসি। কিন্তু কোনো শৌচাগার না থাকায় নারীদের নিয়ে আসলে বিপাকে পড়তে হয় আমাদের।
প্রতি রোববার ও বৃহস্পতিবার হাটে আসা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জসহ একাধিক এলাকার ব্যবসায়ীরা জানান, বহু বছর ধরে পৌর সদরের হাটে ব্যবসা করতে আসি। কিন্তু সরকারি কোনো শৌচাগার না থাকায় আমাদের বিপাকে পড়তে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জুয়েল ভৌমিক বলেন, আমি জানতাম শৌচাগারটি চালু রয়েছে। তবে এখনো এটি কেন চালু করা হয়নি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন