সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রয়েল ওরফে হৃদয় (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে হিফজুল কুরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের মেলার অস্থায়ী দোকানের সামনে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় চার জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
নিহতের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক।
নিহত রয়েল ওরফে হৃদয় বনগাবী গ্রামের আক্কাস মিয়ার দ্বিতীয় ছেলে। আহত দুই কিশোর নিজগাবী গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাবু ও মজিবুর রহমানের ছেলে অন্তর।
ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে গাবী হিফজুল কুরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের অদূরে বসা অস্থায়ী দোকানের সামনে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের এক সদস্যের ছুরিকাঘাতে হৃদয় নামের এক কিশোর আহত হলে ঘটনার পরপরই হৃদয়কে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত নিজগাবী গ্রামের বাবু আহমদ ও অন্তর আহমদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক কালবেলাকে বলেন, কী নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন