পঞ্চগড়ের ভারতীয় মমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আনোয়ার হোসেনের (৩৫) মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার ( ০৭ ডিসেম্বর) দুপরের দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়৷ বিকেলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গরু ব্যবসায়ী আনোয়ার জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী এলাকার রফিকুল ইসলামের ছেলে। বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) রাতে আনোয়ার কয়েকজন বাংলাদেশীসহ ভারত সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে। পরদিন শুক্রবার (০৬ ডিসেম্বর) পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত পেয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
পঞ্চগড় সদর থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ মরদেহ দাফনের তথ্য নিশ্চিত করেছেন৷
এদিকে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা এবং বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্ররের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্তিক পার্টি জাগপা। শনিবার বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পথসভায় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী প্রমূখ বক্তব্য দেন।
পথসভায় বক্তারা বলেন, বিএসএফ গত সাত বছরে ২০১ জন বাংলাদেশি নাগরিককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। নতুন বাংলাদেশে ভারতের আর কোন আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে জানান জাগপা নেতারা।।
মন্তব্য করুন