যুবসমাজকে মাদক ও সমাজ অবক্ষয় বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখার পাশাপাশি পড়াশোনা ও ক্রীড়ায় মনোযোগী রাখতে নোয়াখালীতে দ্য হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে নোয়াখালীর মুছাপুর একাদশ বনাম ফেনীর দক্ষিণ ডুমুরিয়া দিগন্ত সংঘ।
ইংলান্ডে সর্বপ্রথম ব্যতিক্রম এ খেলার প্রচলন শুরু হয়। খেলায় ৫ বলে ওভার এবং প্রতিটি দল ১০০ বল পর্যন্ত খেলার সুযোগ রয়েছে।
নোয়াখালীতে এই প্রথম খেলার আয়োজন করলেন মাস্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন। খেলায় সারাদেশের সর্বমোট ২৬টি দল অংশহণ করবে। যাতে দেশসেরা ক্রিকেটার শুক্কুর আলী, জাবেদ, বোম শিপনসহ আরও জনপ্রিয় ক্রিকেটাররা অংশগ্রহণ করবে।
মাস্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক প্রফেসর ডক্টর মো. মাইন উদ্দিন সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়াসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান হাসান, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন, কবিরহাট থানার ওসি (তদন্ত) মো. মঞ্জুর আহমেদ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো.আনোয়ার হোসেন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফুল আজম, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউছার আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন