কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ

বাঁ থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও হামলায় আহত ভুক্তভোগী। ছবি : কালবেলা
বাঁ থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও হামলায় আহত ভুক্তভোগী। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় ৫ একর জমি দখলের অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে। বাহিনীর সহকারী পরিচালক (পরিকল্পনা) ইকবাল বাহার বুলবুল নিজেকে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আত্মীয়ের পরিচয় দিয়ে এ জমি দখলের নেতৃত্ব দেন।

শনিবার (৭ ডিসেম্বর) দখল করা এই জমিটিতে স্থাপনা করতে গেলে বাধা দেয় স্থানীয়রা। এ সময় এলাকাবাসীর ওপর হামলা করে ফায়ার সার্ভিসের লোকজন। এতে ১০-১২ জন এলাকাবাসী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ছয় থেকে সাতজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তারা এখন চিকিৎসাধীন।

জানা গেছে, উখিয়ায় ৩ একরের জমি ক্রয় করে ফায়ার সার্ভিস। এরপর ৫ একর জমি দখল করে মোট ৮ একর জমি প্রাচীর দিয়ে ঘিরে নেয় তারা। আজ দখল করা এ জমিতে স্থাপনা তৈরি করতে গেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে একাংশ জমির মালিক ভুক্তভোগী শহিদুল্লাহ বলেন, জমি উদ্ধারের জন্য আমরা বারবার প্রশাসনের কাছে গেলেও কোনো সমাধান পাইনি। এজন্য কোনো উপায় না পেয়ে আজ জমি উদ্ধারে গেলে সেখানে থাকা ফায়ার সার্ভিসের লোকজন আমাদের ওপর হামলা করে। এতে আমাদের ১০-১২ আহত হন।

উখিয়া থানার ওসি আরিফ হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, সংঘর্ষের ঘটনা সম্পর্কে তিনি কোনো কিছু জানেন না। এ বিষয়ে কোনো অভিযোগ তার কাছে আসেনি।

কক্সবাজার জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলামের ফোনে কয়েকবার ফোন দেওয়া হয়। কিন্তু তিনি রিসিভ না করে কেটে দেন।

পরে জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্যকে ফোন দেওয়া হলে তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান। তবে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। বরং এ বিষয়ে উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলামের সঙ্গে কথা বলতে বলেন।

এর আগে কক্সবাজারের ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন করে ভুক্তভোগীরা। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগী জমির মালিকরং

ভুক্তভোগীদের অভিযোগ, বিগত এক বছর আগে কক্সবাজার ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা অতীশ চাকমা ও সোনারপাড়া এলাকার দালাল কালা জমিরের মাধ্যমে কাগজ জালিয়াতি করে মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানীর সোনারপাড়া নিদানিয়া এলাকায় অবস্থিত মোটাদাগের একটি জমি জবরদখল করে চারদিকে প্রাচীর নির্মাণ করেন।

ভুক্তোভোগী জমির মালিক শহীদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিস কল্যাণ তাহবিলের মাধ্যমে জায়গা ক্রয়ের অধিগ্রহণের নাটক সাজিয়ে আমাদের জমির কোনো মূল্য না দিয়ে তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা দিয়ে আমাদের জমি জবরদখল করে আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমরা অভিযোগ করতে গেলে আমাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছে।

শহীদুল্লাহ আরও বলেন, বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী পেটুয়া বাহিনী দিয়ে আমাদের জমিগুলো জবরদখল করে। আমরা জমিতে যেতে চাইলে আমাদের ওপর অত্যাচার করা হত। আমাদের সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও তারা দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে অবৈধভাবে জমি দখলে নিয়েছে। আমরা আমাদের ন্যায্য মজুরির মাধ্যমে জমি অধিগ্রহণ দিতে চাই। আমাদের জমির মূল্য না দিয়ে এবং কোনো রেজিস্ট্রি না নিয়ে আমাদের সাথে প্রতারণা করে বসেছে ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মকর্তা/কর্মচারীরা। আজ দেশ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। আমারা আশা করছি বর্তমান সরকার আমাদের আমাদের পাশে দাঁড়াবেন। আমরা ন্যায় বিচার চাই। স্বৈরাচারে দোসরদের হাত থেকে মুক্তি চাই।

ভুক্তভোগী ফরমেটিভ সি আইল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক বলেন, আমরা সাধারণ জনগণ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ পুঞ্জিত করে জমি ক্রয় করেছি প্রোজেক্ট করার জন্য। ফ্যাসিবাদী সরকারের দোসররা বিগত সরকারের সময় আমাদের জমি জবর দখল করে নেয়। বর্তমান বৈষম্যহীন সরকারের কাছে আমরা এর সুষ্ঠু বিচার ও প্রতিকার চাই।

আরেক ভুক্তোভোগী মাহবুব আলম মিনার বলন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের এসিস্ট্যান্ট ডিজি প্লানিং ইকবাল বাহারের নির্দেশে ও কক্সবাজারে দায়িত্ব থাকাকালীন ফায়ার সার্ভিসের কর্মকর্তা অতিশ চাকমা ও জমির নামের এক দালাল মিলে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে আমাদের জমি অধিগ্রহণ করার নামে প্রতারণা করে জমি দখলে নিয়েছে। আমরা ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগ করে এই পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

প্রসঙ্গত, ফায়ার সার্ভিস থেকে দাবি করা হয়েছে তারা ৪ একর ২০ শতাংশ জমি কিনেছে। বাকি অংশ কেনার প্রক্রিয়া চলছে। এদিকে ভুক্তভোগীর দাবি ফায়ার সার্ভিস দালালের মাধ্যমে ৩ একর জমি কিনেছে। তবে তা সম্পূর্ণ অবৈধভাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ৭ হাজার ৭৪০ কোটি টাকা দিচ্ছে আইএমএফ

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য : চসিক মেয়র

খেলাফত মজলিসে যোগ দিলেন মাওলানা শাহীনূর পাশা

চবিতে গুপ্ত হত্যার প্রতিবাদ

পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আরাফাতের শতকের পরও হারল নৌবাহিনী

যশোরে মাদ্রাসার ভিডিওটি ‘যেমন খুশি তেমন সাজো’

ইরানের পরমাণু চুক্তি নিয়ে যা বলল জাতিসংঘ

ইজতেমায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের বিবৃতি

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় হেফাজতের নিন্দা 

১০

আত্মবিশ্বাসেই সফল শামীম

১১

রাজশাহীতে আবাসিক হোটেলে চাঁদা না পেয়ে লুটপাট

১২

ফেনীতে ১৩২ পরিবারে গৃহনির্মাণ সামগ্রী দিলেন আমেরিকান প্রবাসীরা

১৩

সাংবাদিক তুরাব হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার

১৪

৩১ দফা সফল করে জুলুম-নির্যাতনের জবাব দেব : তারেক রহমান

১৫

ইজতেমায় হামলা নিয়ে যা বললেন হেফাজতের আমির

১৬

এবার ভারতকে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

১৮

‘শিক্ষাখাতে মোট বাজেটের ৫ শতাংশ বরাদ্দের ব্যবস্থা করতে হবে’

১৯

বেনাপোল ও খুলনা থেকে পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন

২০
X