শরীয়তপুরে নিয়মিত মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। শিশুদের নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করার আগ্রহ যাতে বাড়ে সেজন্য হজরত খানজাহান আলি (র.) জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. জামাল মল্লিকের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কাগদি দক্ষিণপাড়া হজরত খানজাহান আলি (র.) জামে মসজিদের উদ্যোগে ৬ষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে সাতজন শিশুর মাঝে এ উপহার বিতরণ করা হয়।
এ বিষয়ে মসজিদের সাধারণ সম্পাদক মো. জামাল মল্লিক বলেন, আসলে আমি মসজিদে নামাজ আদায় করতে এসে সব সময় দেখি এলাকার ৬ বছর থেকে ১২ বছরের শিশুরা মসজিদে এসে সারিবদ্ধভাবে আদায় করে। এটি দেখে আমার খুবই ভালো লাগে। তাই আমি মসজিদের ইমামের সঙ্গে আলোচনা করে প্রতিনিয়ত নামাজ আদায় করতে আসা শিশুদের মাঝ থেকে যাচাইবাছাই করে সাতজন শিশুকে পাই, যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে মসজিদে আসে। তাই এই শিশুদের উপহার দিয়েছি। শিশুরা যেন প্রতিনিয়ত নামাজের দিকে অগ্রসর হয়ে মসজিদে আসে সেই চিন্তা থেকেই আমার এই উদ্যোগ।
ইসলামি আলোচক মাওলানা আব্দুর রব আশরাফী কালবেলাকে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়বে। তাই এসব শিশুদের ছোট বয়স থেকে ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে গড়ে তোলা হলে আগামীর বাংলাদেশ হবে অন্যায় ও দুর্নীতি মুক্ত। এ ধরনের উদ্যোগ প্রতিটি পাড়া-মহল্লায় গ্রহণ করা উচিত। আমি চাই বাংলাদেশের প্রতিটি মসজিদে যেন এ ধরনের আয়োজন করা হয়।
মন্তব্য করুন