গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি স্কুলছাত্র এইচ এম নাঈম রানা। ইংরেজি বর্ণমালার ২৬টি বর্ণ মাত্র ১ দশমিক ৭২ সেকেন্ডে উচ্চারণ করে এই খ্যাতি অর্জন করেছেন তিনি।
সম্প্রতি গিনেস বুক কর্তৃপক্ষের স্বীকৃতি সনদ পাওয়ার পর শনিবার (৭ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। নাঈম নীলফামারীর সৈয়দপুর শহরের কলোনি এলাকার সেনা সদস্য রফিকুল ইসলামের ছেলে।
তিনি জানান, স্কুলশিক্ষকদের অনুপ্রেরণায় ইংরেজি ২৬টি বর্ণ দ্রুত সময়ে উচ্চারণের অনুশীলন করছিলেন তিনি। এরপর গিনেস বুক কর্তৃপক্ষের সঙ্গে অনলাইনে যোগাযোগ করা হলে গত ১৬ আগস্ট ভিডিও কলে পরীক্ষাটি গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।
নাঈম বলেন, মঙ্গলবার (৩ ডিসেম্বর) আমার রেকর্ডের স্বীকৃতির সনদপত্রটি প্রদান করা হয়। আগামীতে শরীরে দ্রুত সময়ে স্টিকি নোট লাগিয়ে বিশ্ব রেকর্ড করতে চাই আমি। বর্তমানে এক মিনিটে শরীরে ৬১টি স্টিকি নোট লাগিয়ে গিনেস বুকের ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। আমি সে রেকর্ড ভাঙতে চাই।
জানা যায়, নাঈমের বাবা রফিকুল ইসলাম সৈয়দপুর সেনানিবাসে কর্মরত অবস্থায় পরিবার নিয়ে বসবাস করেন শহরের নিচু কলোনি এলাকায়। নাঈমের জন্ম সৈয়দপুর শহরে। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক থেকে মাধ্যমিকের নবম শ্রেণি পর্যন্ত পড়েন। পরে দাদা বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের একটি স্কুলে ভর্তি হন তিনি।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ (ইংলিশ মিডিয়াম) শফিকুল ইসলাম জানান, আমরা খুবই আনন্দিত ও গর্বিত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী এ গৌরব অর্জন করেছে। ভবিষ্যতে সে আরও ওয়ার্ল্ড রেকর্ড করুক এই কামনা করি।
মন্তব্য করুন