মৌলভীবাজারের রাজনগরে খালে মাছ ধরা দিয়ে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাফ খাঁ (৪৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে এ ঘটনা ঘটে। রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধপূর্ণ খালে মাছ ধরতে যান এলাকার নুরুল আমিনের লোকজন। এ সময় সৈয়দ জুয়েল আলীর লোকজন বাধা দেন। বাগ্বিতণ্ডার জেরে একপর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাফ খাঁ। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার নানু মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাফ খাঁ (৪৬) নিহত হন। দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি সাভাবিক রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছি।
মন্তব্য করুন