ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় বাড়ছে শীতের প্রকোপ

কনকনে ঠান্ডায় উত্তরের জেলা নীলফামারীর ডোমারে জনজীবন নাকাল। ছবি : কালবেলা
কনকনে ঠান্ডায় উত্তরের জেলা নীলফামারীর ডোমারে জনজীবন নাকাল। ছবি : কালবেলা

ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস, হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় উত্তরের জেলা নীলফামারীর ডোমারে জনজীবন নাকাল হয়ে পড়েছে। সকাল ১১টা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। রাত থেকে সকাল ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। দিনের বেলায়ও ডোমার মহাসড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এ ছাড়া চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা যায়, হিমালয় কাছে হওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে আগাম দেখা মিলে শীত ও কুয়াশার। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দিনের চেয়ে রাতে অনেক বেশি ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রচণ্ড শীতে কাজে বের হতে গিয়ে বেকায়দায় পড়ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।

আরও জানা যায়, ঘন কুয়াশা আর ঠান্ডায় নষ্ট হচ্ছে বিভিন্ন ফসলের ক্ষেত, এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ঠান্ডায় কষ্ট পাচ্ছে গরু-ছাগলসহ বিভিন্ন গবাদি পশু। ফসলের ক্ষেত আর ঘাসের ওপর থেকে টপটপ করে পড়ছে শিশিরবিন্দু। কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছে কাজের সন্ধানে।

ডোমার পৌর এলাকার রিকশা চালক মজিবুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে শীত ও ঠান্ডার কারণে কামাই-রোজগার কমে গেছে। মানুষজন ঠান্ডার কারণে রিকশায় উঠতেছে না। ডাঙ্গাপাড়া এলাকার ভ্যানচালক জিকরুল হক বলেন, ঠান্ডার কারণে অনেক যাত্রী ভ্যানে উঠতে চায় না। এতে আমার আয় কমে গেছে।

চিলাহাটি এলাকার জুয়েল বসুনিয়া বলেন, ডোমার উপজেলা হিমালয়ের কাছাকাছি হওয়ায় এখানে আগে থেকে ঠান্ডা শুরু হয়। পাশাপাশি কয়েকদিন থেকে কুয়াশা ও হিমেল বাতাস বইছে, অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী কালবেলাকে বলেন, বৃদ্ধ ও শিশুরা শীতের তীব্রতা ও ঠান্ডা বাতাসের কারণে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে অগ্নিকাণ্ডে তিন মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ

বিয়ের ১২ বছর পূর্তিতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা

ময়মনসিংহে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

আরএসএফের প্রতিবেদন / সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের শহরে শত শত সেনাসহ জেনারেল আটক

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপকে ‘সর্বকালের সেরা’ বললেন রোনালদো

কনকনে শীতে কাবু কুড়িগ্রামের মানুষ

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার

আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতা

চিন্ময়ের আইনজীবীকে নিয়ম মেনে আসতে বললেন বিচারক

১০

গাজীপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

১১

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

১২

গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি

১৩

৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : র‍্যাব ডিজি

১৪

র‌্যাবের আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে সেভাবেই আছে : ডিজি শহিদুর

১৫

কয়রায় যৌথ অভিযানে পাইপগান উদ্ধার

১৬

পাটুরিয়া-আরিচা ঘাটের ফেরি চলাচল শুরু

১৭

সেন্টমার্টিনের সুরক্ষায় কাজ করবে প্রাণ আরএফএল ও ইউএনডিপি 

১৮

যশোরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

১৯

আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ ১২ কারখানা

২০
X