দিনাজপুরের বীরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নৈশ্য কোচের ড্রাইভার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) এবং একই জেলার আহম্মেদ নগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৮), ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩০)।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার কালবেলাকে জানান, এ পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন