মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:১২ এএম
অনলাইন সংস্করণ
২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। ছবি : কালবেলা
মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানা গেছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মৈশাতুয়া বাজারে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ব্যবসায়ী জসিমের মুদি দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়লে ওই দোকানে থাকা প্রায় ৫টি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন আরও ভয়াবহ রুপ নেয়, পরবর্তীতে পাশের দোকানে থাকা আরও ২/৩টি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় জসিমের মুদি দোকান, মিজানের মুদি দোকান, মিন্টুর কনফেকশনারি, নোমানের ডেকোরেটার, শহীদের মুদি দোকান, সুনিলের ফল দোকান, আবুল কাসেমের খাবার হোটেল, তপন টেইলার এন্ড ক্লথ স্টোর, গৌরাঙ্গের ভ্যারাইটি স্টোর, জসিমের ভ্যারাইটি স্টোর।

ব্যবসায়ীরা আরও জানান, অগ্নিকাণ্ডে দোকানে থাকা নগদ টাকা, ফ্রিজ, মোবাইল, আসবাবপত্র ও বিভিন্ন মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানান তারা।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মনোহরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বটন বড়ুয়া বলেন, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে প্রায় ১০টি দোকান পুড়ে যাওয়ার কথা জানান তিনি।

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়দিন উদযাপনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে সালাহ

ঢাকা কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ

জবিতে তৃতীয় দিনের মতো ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির হুঁশিয়ারি এরদোয়ানের

দেশে ফিরেই মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস

‘সাড়ে ১৫ বছর শাসনকারীরা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে’

‘১৫ বছরে চট্টগ্রামে যত উন্নয়ন হয়েছে এখন সব ক্ষতির কারণ’

বিমানের সিটের নিচে ২ কেজি সোনা

সিরিয়ায় আসাদপন্থিদের হামলায় ১৪ নিরাপত্তাকর্মী নিহত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯৬ মামলা

১০

আ.লীগ লাশের ওপর নৃত্য করে ইতিহাস তৈরি করেছে : ড. রেজাউল করিম

১১

ব্যর্থতার দায় আমাদেরও আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

যেসব সিনেমা হলে দেখা যাবে জয়ার ‘নকশীকাঁথার জমিন’

১৩

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী

১৪

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না হলে রাজপথে আন্দোলন হবে : ১২ দলীয় জোট

১৫

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন

১৭

জামায়াত-শিবিরকে পুরোনো শকুন বলা অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামায়াত

১৮

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অজি ব্যাটারদের দাপট

১৯

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

২০
X