সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন নারী ও এক শিশুসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে বিয়ানীবাজার বড়গ্রাম বিওপির সীমান্ত পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। বিজিবির-৫২ পরিচালক লে. কর্নেল মো. মেহেদী হাসান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- যশোরের বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাক্ষণবাড়িয়ার বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১), মরহুম মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলাম (৩)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার বিজিবি-৫২ এর অধীনস্থ বড়গ্রাম বিওপিতে নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারের (১৩৫৯/৫) কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাংলাদেশের অভ্যন্তরে ঝারাপাতা নামক স্থান থেকে তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাওয়ার পথে তারা কাস্টমস চেক পোস্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। দুদিন পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।
বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকদের বিয়ানীবাজার থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন