দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ সংযোগ সড়ক উদ্বোধন করেন। এ উপলক্ষে বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নয়নে সব ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এতে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিনও উপস্থিত ছিলেন। নতুন রাস্তা নির্মাণে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।
জানা যায়, বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত হয়েছে ‘আফাজউদ্দিন ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্যোগে এখানে স্থাপন করা হয়েছে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তুলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। এই জায়গাটি ওই অঞ্চলের বহুমুখী জনকল্যাণমূলক ও সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রভূমি। তবে এইস্থানে আসা-যাওয়ার মূল সমস্যা রাস্তা।
নগর শ্রীরামপুর গ্রামে ফকিরপাড়ায় কয়েক হাজার মানুষের যাতায়াদের জন্য বহু পুরোনো সংকীর্ণ ভাঙাচোরা এবং বিলীনপ্রাপ্ত রাস্তা রয়েছে। এ অঞ্চলের সমস্ত মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন মাছের ঘের ও চাষাবাদের জন্য মাঠে যাওয়ার একমাত্র অতিসংকীর্ণ পথটি বড় অসহায় করে রেখেছে। সাংবাদিক আনোয়ার আলদীন কর্তৃক এখানে বিকল্প একটি রাস্তার আবেদন করা হয়। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন বিশেষ আন্তরিকতায় পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শামসুল আলম পিন্টু, শাহাদাত হোসেন ডাবলু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সরদার জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক শেখ দিন মাহমুদ, এইচএম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, এইচএম হাশেম, পাইকগাছা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, তোফাজ্জল হোসেন, বিশ্বজিৎ সাধু, সাংবাদিক তপন পাল, প্রবীর জয়, শেখ নদীর শাহ, শেখ খাইরুল ইসলাম প্রমুখ।
উপজেলা তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে শ্রীরামপুরে ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা'মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে। ১২ ফুট চওড়া বাকি অংশ দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। দক্ষিণ খুলনার বড় অবহেলিত এলাকা শ্রীরামপুর। পাইকগাছা উপজেলার পশ্চাৎপদ জনপদ নগর। শ্রীরামপুরবাসীর জন্য অনেক আনন্দ মুখর একটি দিন ছিলো এটি ।
মন্তব্য করুন