মাজেদ হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ ঝুঁকিতে পুরোনো আদালতসহ ৫০টি পরিত্যক্ত ভবন

লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ মিনার সংলগ্ন পুরোনো কোর্ট ভবনে চলছে চারটি সরকারি অফিসের কার্যক্রম। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ মিনার সংলগ্ন পুরোনো কোর্ট ভবনে চলছে চারটি সরকারি অফিসের কার্যক্রম। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অন্তত ৫০টি ভবন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবনের বেশ কয়েকটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকি এড়াতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরিত্যক্ত ঘোষিত এসব ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যেই অনেকে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ একাধিক ভবনে বছরের পর বছর ব্যবসা ও সরকারি অফিস ও শিক্ষা কার্যক্রমও চলছে। প্রায় সময় পলেস্তারা ভেঙে মাথায় পড়ে আহতের ঘটনাও ঘটছে।

ঝুঁকিপূর্ণ এসব ভবন যে কোনো সময় ধসে ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। ১৫ বছর আগে উপজেলা প্রশাসন ও পৌরসভা ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করার উদ্যোগ নিলেও পরে অজ্ঞাত কারণে সংস্কার কাজ থেমে যায়।

উপজেলা পরিষদের ভেতরে ইউএনও কার্যালয় ভবনের পেছনের গলিতে খাদ্য, পিআইও, মহিলাবিষয়ক, সমবায়, পরিসংখ্যান, যুব উন্নয়ন, মৎস্য, আইসিটি, হিসাবরক্ষণ, এলজিইডির কার্যালয় এবং তার পাশের পল্লী উন্নয়ন ও তার পাশের উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ভবন, নিচতলাতেও অফিসার্স ক্লাব পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ইউএনও কার্যালয়ের পেছনে অফিসার ও কর্মচারীদের আবাসিক ভবন, পশ্চিম পাশে ছয়টি আবাসিক কোয়ার্টার ভবন, আদর্শ শিশু নিকেতন স্কুল ভবন, পুরোনো আদলত ভবনের বন কর্মকর্তা, পল্লী সঞ্চয় ও আনসার ভিডিপি ব্যাংকসহ পৃথক ভবন ১৪টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও মত দিয়েছিল উপজেলা প্রশাসন।

এদিকে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, প্রথম শ্রেণির পৌর ভবন, ১২ তলা গাজি কমপ্লেক্স, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কেরোয়া ভূমি ভবন পরিত্যক্ত ঘোষণার পরও কার্যক্রম চললেও এ নিয়ে মাথাব্যথা নেই প্রশাসনের।

সরেজমিন দেখা গেছে, রায়পুর শহরের শহীদ মিনার সংলগ্ন পুরোনো কোর্ট ভবন, পরিষদের ভেতরে ট্রেজারি শাখা ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানে নিয়মিত অফিস করা হয়।

রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মধ্য ও পূর্ব এশিয়া মহাদেশের বৃহত্তম মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের কার্যালয়সহ ১২টি আবাসিক কোয়ার্টার ভবন জরাজীর্ণ ও পরিত্যক্ত রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, থানার উত্তর পাশে ১২তলা বিশিষ্ট গাজি কমপ্লেক্সটি যে কোনো সময় দেবে যাবে। এ ছাড়াও ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ ভয়ানক। এ মার্কেটে ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৫০টি পরিবার রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

গাজি কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, ৩০ বছর আগে অনিয়মের মধ্যে ভবনটি নির্মাণ করা হয়। ভবন হেলে পড়া ও অগ্নিসংযোগসহ যে কোনো সময় সময় বড় বিপদের আশঙ্কা রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

এরপর পানি উন্নয়ন বোর্ড ৩০ বছর আগে রায়পুর পীর বাড়ি সংলগ্ন পাউবোর অফিসসহ রেস্ট হাউস, পোস্ট অফিস সংলগ্ন পাউবোর সাতটি ও টিসি সড়কের পাঁচটি আবাসিক ভবন, হাজিমারা ও হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি ও মৎস্য অফিসের রেস্ট হাউস খাতা-কলমে পরিত্যক্ত দেখানো হলেও সেখানে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। সেখানের একটি বিল্ডিং ও অফিস হিসেবে চলার উপযোগী মনে করেন না অফিসের কর্মকর্তা কর্মচারীরা। ওই অফিসের আওতাধীন স্টাফ কোয়ার্টারগুলোও মান্ধাতার আমলের। সেগুলোও ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেখানকার অনেক ভবন পরিত্যক্ত করা হলেও কাজকর্ম চলছে। কোনোটি খালি পড়ে আছে।

শহরের বাসটার্মিনাল ভবনটি ৩০ বছর আগেই দোতলা এই ভবনের ছাদ দিয়ে পানি পড়ে। এখন যথেষ্ট ঝুঁকির মুখে রয়েছে ভবনটি। এ ছাড়া ৫০ শয্যা সরকারি হাসপাতালের চারটি আবাসিক কোয়ার্টার চরম ঝুঁকির মধ্যে। শহরের বিভিন্ন স্থানে অসংখ্য প্রাচীন আমলের বিল্ডিং আছে। এসব বিল্ডিংও রয়েছে চরম ঝুঁকির মধ্যে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব চন্দ্র সরকার জানান, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে কাজ শুরু হবে। রায়পুরে উপজেলা পরিষদ ভবনের জন্য মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। অনুমোদন হলে টেন্ডার হবে। সদরসহ পাঁচ উপজেলায়ও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হবে জানান।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, শুনেছি চার বছর আগে পৌরসভায় মিটিং করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। কমিটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে প্রতিবেদন দেওয়ার পর মেয়র ও ইউএনও সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার কথাও হয়। এখন কী অবস্থায় আছে, তা জেনে পরে জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস : মীর হেলাল

টিভিতে আজকের খেলা

টাঙ্গাইলে আ.লীগ নেতা গ্রেপ্তার

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২২ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২২ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : জোনায়েদ সাকি

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

জামালপুরে উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাকৃবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি

১০

চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

ধানমন্ডি লেকে চিলড্রেন ওয়াচের পরিচ্ছন্নতা কর্মসূচি

১২

ফুলবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৩

নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শৈশবের বার্তা দিতে ময়মনসিংহে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা

১৪

কালবেলার কুমিল্লা ব্যুরো প্রধান দিলিপ মজুমদারের মা মারা গেছেন

১৫

ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অপরাধে রাবির ১৮ শিক্ষার্থী বহিষ্কার

১৬

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহ্বান

১৭

কিশোর বয়সে প্রেম ও বিয়ে, অতঃপর যা ঘটল

১৮

বিজিএমইএ প্রশাসকের সাথে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি ১০ ফেব্রুয়ারির মধ্যে পাওয়া যাবে 

২০
X