লালমনিরহাটে যথাযথভাবে ট্রাফিক আইন মেনে এবং মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য চালকদের রজনীগন্ধা ফুলে দিয়ে জানিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে ঢাকা-বুড়িমারী মহাসড়কে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তিনি হেলমেট বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা চালান।
এ সময় পুলিশ সুপার মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়িয়ে দেন। ট্রাফিক সচেতনতামূলক ওই প্রচারণায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ কাদের, ডিবি অফিসার ইনচার্জ আমিলুন ইসলাম, ট্রাফিক অফিসার ইনচার্জ মনির ইসলাম, পুলিশ পরিদর্শক আশিষ কুমার পাল, ট্রাফিক পুলিশ সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা।
এ সময় পুলিশ সুপার মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার ও হেলমেট পরিধান করে গাড়ি চালানোর আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্রাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। তাই প্রত্যেক মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়া প্রয়োজন।
এ সময় হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চলমান থাকবে বলে জানান জেলা ট্রাফিকের ইনচার্জ।
মন্তব্য করুন