ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অভিযান চালিয়ে মাদকসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার নেকমরদ ওরশ মেলার পাশে চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- নেকমরদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ১২ মামলার আসামি ইকবাল হোসেন (৫৫) ও তার ছেলে রুবেল হোসেন (২৮)। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আহমেদ রুবায়েত আনান।
গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল ও রুবেলকে তাদের বাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের আওতায় ইউএনও রকিবুল হাসানের কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালত বাবা ও ছেলেকে মাদক আইনে দুইশ টাকা করে জরিমানাসহ এক বছর কারাদণ্ড দেন। পরে আসামিদের রানীশংকৈল থানায় সোপর্দ করা হয়।
রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, আসামিদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন