সিরাজগঞ্জের চৌহালীতে দুই সহযোগীকে নিয়ে চুরি করার সময় জনতার হাতে আটক হয়েছেন আনোয়ার হোসেন ওসমান নামে এক আওয়ামী লীগ নেতা।
ওসমান (৫৯) উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। দুই সহযোগী হলেন- একই ইউনিয়নের বিনানই গ্রামের সরবেল মিয়ার ছেলে আসাদ মিয়া (২০) ও ভারড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরের ভাই মোহাম্মদ আলী (৬০)।
সোমবার (২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের পচা সারটিয়া গ্রামের আব্দুর রহমানের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন তারা।
এলাকাবাসী জানায়, আটক তিনজন ওই দিন গভীর রাতে আব্দুর রহমানের বাড়িতে মোটরসাইকেলে চড়ে চুরি করতে আসেন। বাড়ির মানুষ টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। এরপর মঙ্গলবার সকালে নাগরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, চুরির উদ্দেশে আব্দুর রহমানের বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ওসমানের নামে নাগরপুর, মির্জাপুর ও চৌহালী থানায় আগের চুরি ও ডাকাতির আরও ১৩টি মামলা রয়েছে।
মন্তব্য করুন