ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ আতাউল্লাহ। আরও বক্তব্য রাখেন ছিলেন জিহান মাহমুদ, মহিউদ্দিন খান, সাহিল আহমেদ, আক্কাস মীর ও সুজন আকবর, কাজী মুমিনুল হাসানসহ প্রমুখ নেতারা।
এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা থেকে বোরহান উদ্দিন সিয়াম ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এ ছাড়া যুব ফোরাম থেকে সভাপতি জুনায়েদ কাসেমীসহ উপস্থিত নেতারা বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে আতাউল্লাহ বলেন, ভারতের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ সীমান্তকে নিরাপত্তা দিতে সীমান্তরক্ষী বিজিবির সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন