কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। ছবি : সংগৃহীত
সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। ছবি : সংগৃহীত

মাগুরার শ্রীপুরে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমরেন্দ্রনাথ বাছাড়ের পদত্যাগের দাবিতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘দ্বারিয়াপুর এলাকার সর্বস্তরের জনগণের’ ব্যানারে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমরেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকালে কর্মসূচি দেয় একটি পক্ষ। এ পক্ষের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস আলী গ্রুপের নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস।

একই সময়ে একই স্থানে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো গ্রুপের নেতা দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের নেতৃত্বে যুবদলের একটি কর্মী সমাবেশের আহ্বান করা হয়। পরে মঙ্গলবার সকাল থেকেই কলেজের সামনে রফিকুল ইসলাম প্রদীপের সমর্থকরা জড়ো হচ্ছিলেন। এ সময় জিল্লুর রহমানের সমর্থকরা কলেজের দিকে একটি মিছিল নিয়ে গেলে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ফরহাদ (৩০), হাবিব মোল্যা (৪৫), শুকুর মাহমুদ (৩৬), কাইয়ুম (৪০), আব্দুর রশিদ (৫৫), আশিকুর রহমানসহ (৩২) উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে কাইয়ুমের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে রফিকুল ইসলাম প্রদীপ বলেন, দ্রুততম সময়ের মধ্যে উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠিত হবে। এ জন্য দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে যুবদলের একটি কর্মী সমাবেশের আয়োজন করেছিলাম। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু জিল্লুর রহমান বিশ্বাসের একটি মিছিল এসে আমাদের উপর অতর্কিতে হামলা চালায়।

তবে অভিযোগের বিষয়ে পাল্টা বক্তব্য দেন জিল্লুর রহমান। তিনি বলেন, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমরেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল কলেজের দিকে গেলে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের লোকজন আমাদের মিছিলের উপর অতর্কিতে হামলা চালায়।

সেখানকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে জানিয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পালিয়ে যাওয়া ৭০০ আসামি এখনো পলাতক : কারা মহাপরিদর্শক

আবারো চোটে পড়লেন ম্যানইউ ডিফেন্ডার

অভিনেতা নিজেই জানালেন অপহরণ হয়েছিলেন

ক্যারিবিয়ান জয়ের পর যা বললেন তাসকিন-তাইজুল

শেখ হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই : মুশফিক আনসারী

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন

বেসিসের প্রশাসক হলেন ড. মেহেদী হাসান

অধিনায়ক হিসেবে মিরাজের বাজিমাত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে চিন্ময় দাসের গ্রেপ্তার ইস্যু

চার হাত এক হবে আজ

১০

বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

১১

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে

১২

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

১৩

ভারতের আরেক অঞ্চলে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা

১৪

দক্ষিণ-পশ্চিমে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রি

১৫

আ.লীগ যেভাবে লুট করেছে চিন্তাও করা যায় না : মির্জা ফখরুল

১৬

বগুড়ায় সাবেক এমপি জাহাঙ্গীর অস্ত্রসহ গ্রেপ্তার

১৭

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

১৮

আনিসুল-মেনন-ইনু-পলক নতুন মামলায় গ্রেপ্তার 

১৯

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘দরদ’

২০
X