সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধরা হলেন- মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু মিয়া চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কমর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরী (৪২)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাড়ইল গ্রামের আনু চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একাধিক মামলা রয়েছে পরস্পরের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে আনু চৌধুরীর করা একটি মামলার তদন্তে যায় দিরাই থানা পুলিশ। মামলার তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. প্রশান্ত সাগর দাস বলেন, আহতদের শরীরে গুলি আছে বলে মনে হচ্ছে, যা মেডিকেল রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন