মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেছেন, বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয়। ভারত সরকারকে বুঝতে হবে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এটা ভারতের কোনো প্রদেশ নয়। এ দেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে এদেশের ছাত্র-জনতাই যথেষ্ট।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম ময়ূন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। এটা ভারতের তাঁবেদার রাষ্ট্র নয়। তাদের মদদপুষ্ট শেখ হাসিনার রাষ্ট্র নয়। এটা একটি গণবিপ্লবের মাধ্যমে গঠিত সরকার। জনগণের ম্যানডেট নিয়ে, জনগণের সমর্থনের একটি সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে, ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। দীর্ঘ সাড়ে পনের বছর লুটপাট জুলুম নির্যাতন করে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই টাকা খরচ করে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের জনগণ প্রস্তুত রয়েছে।
ভারতে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনা থেকে বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালি সিদ্দিকি, আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসি মিছবাহউর রহমান, আব্দুল হক, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, আবুল কালাম বেলাল, গাজী মারুফ আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিত, ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন