বগুড়ার ধুনট উপজেলায় এক রিকশাচালককে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাল হোসেন (৪৬) নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল হোসেন উপজেলার চিকাশি-মোহনপুর গ্রামের তফিজ উদ্দিন আকন্দের ছেলে। সে পেশায় আদম ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূ উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর এক রিকশা চালকের স্ত্রী। রিকশা চালককে অল্প টাকায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর ওই বাড়িতে যাতায়াত করে আদম ব্যবসায়ী দুলাল হোসেন। একপর্যায়ে রিকশাচালক ও তার স্ত্রীর সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় দুলাল হোসেন ওই রিকশাচালককে বিদেশে পাঠানোর কাগজপত্র তৈরির কথা বলে কৌশলে ঢাকায় পাঠিয়ে দেয়।
এ সুযোগে ২৪ নভেম্বর রাত সাড়ে ১০টায় দুলাল হোসেন আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীতে ওই রিকশাচালকের বাড়িতে যায়। এ সময় ওই বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় দুলাল হোসেন চাকুর ভয় দেখিয়ে রিকশাচালকের স্ত্রীকে ধর্ষণ করে। ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে দুলাল হোসেন কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ২৬ নভেম্বর দুলাল হোসেনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করে। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে সোমবার মামলাটি রেকর্ড করে অভিযান চালিয়ে একমাত্র আসামি দুলাল হোসেনকে গেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন