জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম বলেছেন, গত ১৫ বছর একটি স্বৈরাচারী সরকারের কারণে তিনিসহ অসংখ্য নিরপরাধ মানুষকে পালিয়ে থাকতে হয়েছে। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন সবাই মুক্তভাবে কথা বলেতে পারছি। মনে হচ্ছে আমরা নতুন একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, বর্তমানে দেশের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক একটি সরকারের হাতে দ্বায়িত্ব অর্পণ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি আল-আমিন তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার, সাবেক সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অলোক সাহা। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন