কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনালের পরীক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন। পরে ক্ষমা চেয়ে পার পান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন। তালা খুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বায়েজিদ খান হিমু। সোমবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।
বায়েজিদ খান হিমু বলেন, প্রায় ৯০০ শিক্ষার্থীর মধ্যে ৪৬০ পরীক্ষার্থী বেশ কিছুদিন ধরে তাদের পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে আসছিল। শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীসহ তাদের মা-বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তাদের রেজিস্ট্রেশন বাতিল করে তাদের জীবন ধ্বংস করারও হুমকি দিয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে শিক্ষা কর্মকর্তাকে রুমে আটকে রেখে তালা ঝুলিয়ে দেয়। পরে ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন শিক্ষা কর্মকর্তা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেছি, তোমরা ঘরে ফিরে যাও, না গেলে তোমাদের সমস্যা হবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথাকাটাকাটি হওয়ার ঘটনা শুনেছি। তারা শিক্ষা কর্মকর্তাকে কক্ষে রেখেই তালা মেরে দেয়। পরে সমঝোতার ভিত্তিতে তালা খুলে দেওয়া হয়।
মন্তব্য করুন