ছারছীনার পীর আলহাজ হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে তিনি দরবার শরীফে পৌঁছে মরহুম পীরদ্বয়ের কবর জিয়ারত করেন। পরে দরবারের মেহমানখানায় বর্তমান পীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
জানতে চাইলে ছারছীনা দরবারের বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহর নেছারাবাদ উপজেলার শাখার সভাপতি ডা. মো. মাসুম বিল্লাহ জানান, ‘জামায়াতের আমির দরবারে এসে মরুহুম পীর সাহেবদ্ধয়ের কবর জিয়ারত করেন। কবর জিয়ারাতের পর তিনি ও তার সফর সঙ্গীরা ছারছীনায় জোহর নামাজ আদায় করে দুপুরের খাবারে অংশ নেন।
এরপূর্বে জামায়েতের আমির ডা. শফিকুর রহমান নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বাজারে একটি সংক্ষিপ্ত পথসভা করেন। সেখানে ছাত্র-জনতার বিপ্লবে নিহতের স্মরণ করে আগামী দিনে সবার সহযোগিতায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্যে দেন।
এ সময়ে তার সফর সঙ্গী হিসেবে নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, বরিশাল অঞ্চলের টিম পরিচালক ফখরুদ্দিন রাজি, বরিশাল মহানগরীর আমির জহির উদ্দীন বাবর, পিরোজপুর জিলা আমির অধ্যাপক তোফাজ্জল হোসাইন ফরিদ, ঝালকাঠি জেলা আমি অধ্যাপক হাফিজুর রহমান, বরিশাল বিভাগ প্রতিটি জেলার মজলিসে শূরা সদস্য ও কর্মপরিষদ সদস্যরা, আলহাজ শামীম সাঈদী, আলহাজ মাসুদ সাঈদী, জেলা সেক্রেটারি জহিরুল হক, নেছারাবাদ উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদসহ অন্যান্য নেতার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন