নীলফামারীর কিশোরগঞ্জে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইটি) গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক মুয়াজ্জিন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুয়াজ্জিনের নাম নাজমুল ইসলাম (৩৫)। তিনি বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত জমসের আলীর ছেলে। নাজমুল বাজেডুমুরিয়া বায়তুন নুর জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি মো. আশরাফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে পেট্রল ক্রয় করতে বড়ভিটা বাজারের ফয়সাল ফিলিং স্টেশনে যাচ্ছিলেন নাজমুল। এ সময় সড়ক পারাপার হতে গিয়ে পঞ্চগড় থেকে রংপুরগামী পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নাজমুল।
এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোনো মামলা কিংবা অভিযোগ করেনি। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন। পাশাপাশি কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে নিহতের পরিবারকে আশ্রয়ণ প্রকল্পে ঘরসহ পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি মো. আশরাফুল ইসলাম কালবেলাকে বলেন, অসাবধানবশত সড়ক পারাপার হতে গিয়ে সরকারি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলচালক নামজুল ইসলাম।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হক কালবেলাকে বলেন, নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির। পাশাপাশি নিহতের পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা সার্বিকভাবে ব্যবস্থা নেব।
মন্তব্য করুন