ঝিনাইদহের মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে কাভার্ডভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল আহত হন।
রোববার (১ ডিসেম্বর) ভোরে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন মৃধা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার ভোর ৪টায় খালিশপুর-জীবননগর মহাসড়কের ওই স্থানে ডাকাতদল ডাকাতি করার জন্য রাস্তায় গাছ কেটে ফেলে রাখে। এ সময় নতুন মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উল্টে গেলে ডাকাতরা গাড়িতে থাকা টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায়।
মহেশপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন মৃধা জানান, খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাতির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন