পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

বাসে শিক্ষার্থী হেনস্তা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শিক্ষার্থী হেনস্তার ঘটনায় সড়ক অবরোধ। ছবি : কালবেলা
শিক্ষার্থী হেনস্তার ঘটনায় সড়ক অবরোধ। ছবি : কালবেলা

পটুয়াখালীতে গণপরিবহনে অর্ধেক ভাড়া দিতে চাওয়া কেন্দ্র করে এক কলেজশিক্ষার্থীকে হেনস্তা করার প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা-কুয়াকাটা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করায় সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরে যাত্রী ও পথচারীরা।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী চৌরাস্তা এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।

জানা যায়, রোববার সকাল ৯টার দিকে লেবুখালী সেনানিবাস এলাকা থেকে আবির পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন জাহান মিম বরিশাল কুয়াকাটাগামী বাস আব্দুল্লাহ পরিবহনে করে পটুয়াখালী আসছিলেন। বাসের সুপারভাইজার মো. সুজন মিমের কাছে বাস ভাড়া চাইলে তিনি ৪০ টাকার পরিবর্তে ৩০ টাকা দিতে চান। আর এখানেই বাজে বিপত্তি হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের সুপারভাইজার কলেজ শিক্ষার্থী মিমকে রীতিমতো হেনস্তা করেন।

কলেজ শিক্ষার্থী অভিযোগ করেন এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। স্টুডেন্ট হইছো তো কি হইছে..? দেশটা কি কিনে ফেলছো..? এই রুটে স্টুডেন্টদের কোনো হাফ ভাড়া নাই। যদি পারো বাল ফালাইয়া দেখাইস।

এই ঘটনার পর মিম কলেজের আভ্যন্তরীণ ম্যাসেঞ্জার গ্রুপে ঘটনাটি সবাইকে জানায়। এর পরই কলেজে সাধারণ শিক্ষার্থীরা সুপার ভাইজার ও ড্রাইভারের বিচারের দাবিতে চৌরাস্তা এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি চলমান থাকলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিবৃত করতে জেলা প্রশাসক তাবু হাসনাত মুহাম্মদ আরেফিন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সদর সেনাবাহিনী ক্যাম্প এর কর্মকর্তা মেজর মো.ফয়সাল, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলামসহ রাজনৈতিক নেতারা ছুটে যান। প্রশাসন, শিক্ষার্থী, বাস মালিক সমিতি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে একটি স্থায়ী সমাধানের শর্তে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান।

ভুক্তভোগী শিক্ষার্থী শারমিন জাহান বলেন, আমি ওই সুপারভাইজারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন শাস্তি দাবি করছি যার পরে নারী শিক্ষার্থীদেরকে আর কেউ বুলিং না করতে পারে। আমরা যেন গণপরিবহনে স্বাধীনভাবে চলাচল করতে পারি, এবং আমাদের যৌক্তিক দাবি হাফ ভাড়া এইটা যাতে মেনে নেওয়া হয়।

পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম বলেন, এই ঘটনার সমাধানের জন্য ডিসি স্যারের দরবার হলে একটা বৈঠক হবে৷ আশা করছি পটুয়াখালী-বরিশাল এই রুটের ছাত্র-ছাত্রীদের চলাচলের জন্য বাস মালিক সমিতির সঙ্গে একটা স্থায়ী সমাধান হবে।

সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ডিসি স্যারের অফিসে ছাত্র প্রতিনিধি ও বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পরই একটি সঠিক সমাধান হবে বলে আমি আশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত নিয়ে কী বলছে আবহাওয়া অফিস?

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় ২.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি

পানি আনতে গিয়ে ঘুষির আঘাতে প্রাণ গেল চা দোকানের কর্মচারীর

ধুনটে গৃহবধূকে ধর্ষণ মামলায় আদম ব্যবসায়ী গ্রেপ্তার

কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকার ব্যর্থ : ছাত্রদল

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ববিতে বিক্ষোভ মিছিল

এআইইউবি’র মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠান

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ত-বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

আগরতলায় সহকারী হইকমিশনে হামলা, প্রতিবাদে জবিতে বিক্ষোভ

১১

সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১২

‘এখন সবাই মুক্তভাবে কথা বলতে পারছেন’

১৩

ভেড়ামারায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

১৪

সিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

১৫

‘আ.লীগের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কারণে তাদের এ শোচনীয় পরিণতি’

১৬

বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’: টিকটক ও রিলসের সঙ্গে কী সম্পর্ক?

১৭

‘ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে’

১৮

মেহেরপুরের শহীদ আবু সাঈদ ক্লাবে হামলা-ভাঙচুর

১৯

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল ঢাবি

২০
X