যশোর পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর অবৈধ ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা গ্যারেজ মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পৌরসভা।
যশোর পৌরসভা সূত্রে জানা যায়, মফিজুর রহমান ডাবলুর একের পর এক পৌরসভার নোটিশ অমান্য করে অবৈধভাবে পৌরসভার জায়গা দখল করে বহাল তবিয়তে ছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও সর্বশেষ তাকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় ২৪ ঘণ্টার নোটিশ প্রদান করা হয়। কার্যত ২৪ ঘণ্টার নোটিশ দেড় মাস অতিবাহিত হলেও তিনি সেটি অমান্য করে বহাল তবিয়তে ছিলেন। পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগের নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে মোট চারবার নোটিশ প্রদান করে পৌর কর্তৃপক্ষ। তবে নোটিশ প্রাপ্তির দেড় মাস অতিবাহিত হলেও মফিজুর রহমান ডাবলু অবৈধ স্থাপনা অপসারণ করেননি। বরং মফিজুর রহমান ডাবলু নোটিশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বিষয়টি প্রধান প্রকৌশলী শরীফ হাসান নিশ্চিত করেছেন।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ বলেন, মফিজুর রহমান ডাবলুকে চার বার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি না মেনে আইনি নোটিশ পাঠান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান চালানো হয়। অবৈধভাবে দখলে থাকা ১০টি পাকা দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন