হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের আসাম পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত মধ্যে রয়েছেন- আবু বক্কর মিয়া (৪০), এমদাদ মিয়া (৪১),জামাল মিয়া(৪৫), আক্তার মিয়া(২৪), মুসা মিয়া (৩৫), ইমরান মিয়া (৩০),জাফর আহমেদ (২১), ছাত্তার মিয়া (২০), মনি আক্তার (২৩),সাগর মিয়া (২২), এনামুল মিয়া (২৮)।
আহতদের মধ্যে আবু বক্কর মিয়া, এমদাদ মিয়া জামাল মিয়া, আক্তার মিয়া, মুসা মিয়া , ইমরান মিয়া ও জাফর আহমেদকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের আসাম পাড়ার বাসিন্দা এমদাদ মিয়ার সাথে একই গ্রামের আবু বক্কর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল৷
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আবু বক্কর মিয়ার পক্ষের কাজিম উদ্দিনের সাথে এমদাদ মিয়ার মাকে মারধরের বিষয় নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয়দের মধ্যস্থতায় উভয়পক্ষ সংঘর্ষ থেকে বিরত হন।
রোববার সকালে বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়। এরই জেরে দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,বি,এম মাঈদুল হাছান কালবেলাকে বলেন, পূর্ব বিরোধিতার কারণে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি৷ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন