চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এস আলমের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা

এস আলম গ্রুপের লোগো। ছবি : ইন্টারনেট
এস আলম গ্রুপের লোগো। ছবি : ইন্টারনেট

চট্টগ্রামে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি করা হয়।

বিষয়টি জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

জনতা ব্যাংক নগরের চৌমুহনী জীবন বীমা শাখা মামলাটি করে। জনতা ব্যাংকের পক্ষে আদালতে মামলাটি করেন ব্যাংকটির প্রধান কার্যালয় ও সাধারণ বীমা শাখা কার্যালয়ের কর্মকর্তা সত্যজিত ঘোষ। এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা দেশে এবারই প্রথম।

জনতা ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার এই মামলাটি করেছে জনতা ব্যাংকের নগরীর চৌমুহনী জীবন বীমা শাখা। এদিন অর্থ ঋণ আদালতের জজ মুজাহিদুল রহমানের আদালত জনতা ব্যাংকের দুই হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ভাইয়ের দুটি ব্যাংকে থাকা শেয়ার জব্দের আদেশ দিয়েছেন। একই সঙ্গে এই ঋণের এত বড় অনিয়ম কীভাবে হলো, সেটির তদন্ত করতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনকে।

তিনি আরও বলেন, এস আলমের (সাইফুল আলম মাসুদ) কিছু শেয়ার আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এ ছাড়া তার ভাই আবদুস সামাদ লাভুর কিছু শেয়ার আছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে। আবেদনের প্রেক্ষিতে দুজনের শেয়ারগুলো ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) ২০২১ সালের এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা না মেনে ঋণসীমা অতিক্রম করে অতিরিক্ত ঋণ নিয়েছে। ২০১২ সালে সাধারণ বিমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয় গ্লোবাল ট্রেডিং করপোরেশন।

এই ঋণ ২০২১ সাল পর্যন্ত সুদ-আসলে মোট ১ হাজার ৭০ কোটি ৬৫ লাখ টাকায় পৌঁছেছে। এর মধ্যে ৬১ কোটি ৪৭ লাখ টাকা পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট), ২২৩ কোটি ১৮ লাখ টাকা এলটিআর (লোন ট্রাস্ট রিসিপ্ট) ঋণ এবং ২২৯ কোটি ৯৯ কোটি টাকা সিসি হাইপো ঋণ। সুদ-আসল মিলিয়ে ঋণের পরিমাণ ২০২৪ সালের সেপ্টেম্বরে ১ হাজার ৮৫০ কোটি টাকায় উন্নীত হয়েছে।

এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ট্রেডিং করপোরেশন শিল্প কাঁচামাল, বাণিজ্যিক পণ্য ও নির্মাণসামগ্রীর ব্যবসায় জড়িত ছিল।

গত ২০ নভেম্বর জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলে। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে এ ঋণ নেওয়ার ফলে শাখাটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকে। আপাতত গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ঋণ আদায়ে নিলাম ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হবে বলে জানা গেছে।

নিলামে তোলা সম্পদগুলো চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, কোতোয়ালি, চান্দগাঁও ও বাকলিয়া উপজেলায় এবং গাজীপুরে। এসব জমির বাজারমূল্য সাড়ে ৩০০ কোটি টাকার মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত নিয়ে কী বলছে আবহাওয়া অফিস?

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় ২.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি

পানি আনতে গিয়ে ঘুষির আঘাতে প্রাণ গেল চা দোকানের কর্মচারীর

ধুনটে গৃহবধূকে ধর্ষণ মামলায় আদম ব্যবসায়ী গ্রেপ্তার

কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকার ব্যর্থ : ছাত্রদল

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ববিতে বিক্ষোভ মিছিল

এআইইউবি’র মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠান

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ত-বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

আগরতলায় সহকারী হইকমিশনে হামলা, প্রতিবাদে জবিতে বিক্ষোভ

১১

সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১২

‘এখন সবাই মুক্তভাবে কথা বলতে পারছেন’

১৩

ভেড়ামারায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

১৪

সিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

১৫

‘আ.লীগের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কারণে তাদের এ শোচনীয় পরিণতি’

১৬

বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’: টিকটক ও রিলসের সঙ্গে কী সম্পর্ক?

১৭

‘ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে’

১৮

মেহেরপুরের শহীদ আবু সাঈদ ক্লাবে হামলা-ভাঙচুর

১৯

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল ঢাবি

২০
X