২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ের খবর পাওয়ার পর কুমিল্লার মুরাদনগরে হোসাইন কায়কোবাদের এলাকায় মুহূর্তেই হাজার হাজার মানুষ আনন্দ মিছিল বের করেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষও আনন্দ-উল্লাসে মেতে উঠেন। মুরাদনগরের প্রতিটি গ্রাম মিষ্টি বিতরণ করেন আপামর জনতা।
এছাড়াও বিকেল ৪টায় মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপজেলার সর্বস্তরের সাধারণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এ মামলা খালাস পাওয়ায় সনাতন ধর্মাবলম্বীরাও তাদের মন্দিরে প্রার্থনার আয়োজন করে। পূজা উৎসবের মতো তারা উন্নত মানের খাবার আয়োজন করেছে।
এ সময় নেতাকর্মীরা জানান, যারা কায়কোবাদকে মিথ্যা মামলায় জড়িয়ে দেশান্তরিত করেছে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুননুন বসরী বলেন, ‘হামলা, মামলা, জুলুম-নির্যাতনের পরও এ মুরাদনগরের মানুষ আমার বড় ভাইয়ের পাশে ছিলেন। আমরাও আপনাদের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকব ইনশাআল্লাহ। আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে ১৩ বছর ধরে পরিবার ও মুরাদনগরের মানুষ থেকে দূরে রাখা হয়েছে। তারা ভেবেছে মুরাদনগর থেকে কায়কোবাদকে মুছে দেবে। কিন্তু রায় ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ যেভাবে আনন্দ মিছিল নিয়ে লক্ষাধিক মানুষের সমাবেশে পরিণত করেছে তাতে আজ প্রমাণিত হয়েছে মুরাদনগরে কায়কোবাদ দাদার বিকল্প নেই।’
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ও তার দোসর ইউসুফ আব্দুল্লাহ হারুন মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে মুরাদনগরের আপামর জনতার হৃদয়ের মনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ১৩ বছর মুরাদনগরের মানুষ থেকে দূরে রেখেছেন। আজ জনতার বিজয় হয়েছে। আমার নেতা খালাস পেয়েছেন। আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে যারা দূরে রাখল তাদের বিচারের আওতায় আনতে হবে।’
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব বলেন, ‘৫ আগস্ট দেশ স্বাধীন হলেও আমাদের মনের ব্যথা যায়নি। আজ এ রায়ের মাধ্যমে আমরা পূর্ণ স্বাধীনতা পেলাম। আজ আমরা ৫ আগস্টের চেয়েও বেশি আনন্দিত।’
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুরাদনগর উপজেলার সাধারণ সম্পাদক অরুপ নারায়ন পৌদ্দার পিংকু বলেন, ‘কায়কোবাদ দাদার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের সব হিন্দু মিলে আমরা মানববন্ধন করেছিলাম। ভগবান আমাদের প্রার্থনা মঞ্জুর করেছে। আজ দাদা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন।’
মন্তব্য করুন