বরিশাল নগরীর বাজার রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাজার রোড কবুতর বাজারের পেছনে একটি জর্দার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
আগুনের পাশাপাশি গোটা বাজার রোড বাণিজ্যিক এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের বরিশাল বিভাগের উপপরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। তদন্ত কমিটি করে পরে বিস্তারিত জানানো হবে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
মন্তব্য করুন