কক্সবাজারের টেকনাফের বাহারছড়া হোয়াইক্যং ঢালায় অস্ত্রের মুখে অপহরণ করা ছয় শ্রমিকের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অন্যরা এখনো নিখোঁজ।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন।
উদ্ধারকৃতরা হলেন, উখিয়া উপজেলার মুছারখোলার উলা মিয়ার ছেলে হাকিম আলী, টেকনাফ উপজেলার শিলখালীর মৃত বশিরের ছেলে জিয়া, হোয়াইক্যং ইউনিয়নের শফিউল্লার ছেলে ইয়াহিয়া। বাকি তিনজনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি কিংবা কোনো অভিযোগ আসেনি।
স্থানীয়দের বরাত দিয়ে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে সাত-আটজন শ্রমিক শামলাপুর যাচ্ছিলেন। ট্রাকটি বাহারছড়া ঢালায় পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারীসহ ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত পুলিশ অভিযান শুরু করলে তিনজনকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে অন্য তিনজনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান দস্তগীর হোসেন।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছর দুই মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৬ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।
টেকনাফ থানার তথ্য বলছে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে নভেম্বরের শেষ পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬০। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।
মন্তব্য করুন