বরগুনার তালতলীতে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ নভেম্বর) ভোররাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শুক্রবার সকালে ভুক্তভোগী সিদ্দিকুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
সিদ্দিকুর রহমান বলেন, উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে পাকা ধান কেটে নিয়েছে মোস্তফা ফারাজী, মনির, মামুন, শাকিল, নাঈম, শাহিদা বেগম, কুলসুমসহ আরও কয়েকজন।
সিদ্দিকুর রহমান বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছে একাধিকবার এ বিষয়ে অভিযোগ করলে তিনি উভয়পক্ষকে বলেছেন যে, যিনি জমিতে চাষাবাদ করেছেন, তিনি ধান কেটে নেবেন; কিন্তু চেয়ারম্যানকে উপেক্ষা করে রাতের আঁধারে আমার ৩৩ শতাংশ জমির পাকা ধান কেটে নিয়েছে তারা।
স্থানীয়রা বলেন, জমির মালিক সিদ্দিকুর রহমানের সঙ্গে তার আত্মীয়স্বজনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই গতকাল রাতে জমির পাকা ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ।
অভিযুক্ত মোস্তফা ফারাজী ধার নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে এই জমিতে আমি দখলে আছি। এটা নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্থানীয় চেয়ারম্যান উভয়পক্ষকে ডাকলে কোনো প্রতিকার না পেয়ে আমি আমার জমির ধান কেটে নিয়েছি।
এ বিষয়ে সোনাকাটা ইউপি চেয়ারম্যান ইউনুস ফরাজী বলেন, এই জমি নিয়ে অনেকদিন ধরেই দুপক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে। বিভিন্ন সময় আমি এই জমি নিয়ে সালিশ করেছি। গতকাল সন্ধ্যায় মীমাংসার জন্য বসলে মোস্তফাকে কোনোভাবেই মানানো যায়নি।
তালতলী থানার ওসি মো. ইমরান আলম কালবেলাকে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন