রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় সাড়ে ৪ হাজার ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নওহাটা পৌরসভা চত্বরে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন।
নওহাটা পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য সুরক্ষায় বিশ্বব্যাপী বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় নওহাটা পৌর এলাকার অধিবাসীদের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে আইইউজিআইপি প্রকল্প থেকে বর্জ্যের ধরন অনুযায়ী (পচনশীল ও অপচনশীল) সবুজ এবং কমলা রঙের ডাস্টবিন সরবরাহ করা হলো। আশা করি, আমরা সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হবো এবং থ্রি-আর টেকনোলজি প্রয়োগের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় মনোযোগী হবো।
এ সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ হাসান রাসেল, পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী, পৌর মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালিউল ইসলাম খান, হিসাবরক্ষক কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, হিসাবরক্ষক নাসির উদ্দিন, প্রধান সহকারী নূরুল ইসলাম ও কর নির্ধারক হাবিবুর রহমান।
প্রসঙ্গত, এলজিইডির নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উৎসে বর্জ্য পৃথকীকরণের জন্য পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা পাত্রে সংরক্ষণের লক্ষ্যে সবুজ ও কমলা রঙের এই ডাস্টবিন বিতরণ করা হয়।
মন্তব্য করুন