যশোরের মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরশহরের হাকোবা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মজিদ ওই গ্রামের জেনার আলীর ছেলে। তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ঠিকাদার সমিতির সভাপতি ছিলেন।
জানা গেছে, যশোর জেলা যুব মহিলা লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আবদুল মজিদ পদ্মা ব্রিকসের মালিক থাকাকালীন ২০১৩ সালে অগ্রিম ইট বিক্রি বাবদ যশোরের ঠিকাদার মোবাশ্বের হোসেন বাবুর কাছ থেকে সাত লাখ ৮৫ হাজার টাকা নেন।
ঠিকাদার মোবাশ্বের বাবু অভিযোগ করে বলেন, আব্দুল মজিদ তাকে ইট সরবরাহ না করে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে মজিদ বাবুর নামে সমুদয় টাকার একটি ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ওই অ্যাকাউন্টে কোনো টাকা জমা না থাকায় ২০১৫ সালে ঠিকাদার বাবু পদ্মা ব্রিকসের তৎকালীন মালিক মজিদের নামে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। আদালত এ মামলায় মজিদকে এক বছরের কারাদণ্ড প্রদান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মনিরামপুর থানার ওসি পলাশ কুমার জানান, এক বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মজিদ। এ ছাড়া তার বিরুদ্ধে অপর একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন