সময়মতো শিক্ষার্থীরা উপস্থিত হলেও যথাসময়ে স্কুলে উপস্থিত না হওয়ায় ফেনীর সোনাগাজীতে এক প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে উপজেলা শিক্ষা অফিস।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ৩ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব চেয়ে এ নোটিশ দেন।
নোটিশ পাওয়া ওই শিক্ষকের নাম আঞ্জুমান আরা বেগম। তিনি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯টায় স্কুলে উপস্থিত থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম নিয়মিত বিদ্যালয়ে দেরিতে আসেন। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম প্রায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা দেরিতে বিদ্যালয়ে যান।
বুধবার সকাল পৌনে ১০টায় সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় দুজন শিক্ষক দুটি ক্লাসে শিক্ষার্থীদের পড়াচ্ছেন, একজন শিক্ষক অফিস কক্ষে বসে আছেন। প্রধান শিক্ষকের কথা জিজ্ঞাসা করলে সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক তখনো আসেননি। এসময় প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সোনাগাজী উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম শোকজের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, বিদ্যালয় সংলগ্ন স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে জানতে পারি, সমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বুধবার সকাল পৌনে ১০টায়ও স্কুলে পৌঁছাননি। এজন্য তাকে শোকজ করা হয়েছে। এর আগেও তাকে সময়মতো কর্মস্থলে উপস্থিতির বিষয়ে সতর্ক করা হয়েছে। সময়মতো উপস্থিত হবেন মর্মে অঙ্গীকার করেও তিনি এখনো আগের মতো দেরিতে স্কুলে যান। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন