কুষ্টিয়ার মিরপুরে টিসিবি পণ্য কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের ছবেলা খাতুন ও মরিয়ম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকালে জেলার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকা থেকে নিহত ছবেলা খাতুন ও মরিয়মসহ ৪ নারী ভ্যানযোগে টিসিবি পণ্য কিনতে বারুইপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। সকাল ১০টার দিকে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মশান বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় ট্রলি। এতে গুরুতর আহত হন ভ্যানের চার যাত্রী। এর মধ্যে মরিয়ম কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর হাসপাতালে ভর্তির পর মারা যান ছবেলা খাতুন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ছবেলা খাতুনের ছেলে আসলাম উদ্দিন জানান, টিসিবি পণ্য কিনতে বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্দেশে রওনা দেন মা ছবেলা খাতুন। তিনি মশান বাজার এলাকায় ট্রলির ধাক্কায় মারা যান।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য কানিজ ফাতেমা জানান, বুধবার টিসিবি পণ্য দেওয়ার নির্ধারিত দিন ছিল। ছবেলা খাতুন ও মরিয়মসহ ৪ জন যাচ্ছিলেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্দেশে। পরিষদ কার্যালয়ে পৌঁছানোর আগেই তারা দুর্ঘটনার শিকার হন।
কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, মিরপুর থেকে কয়েকজন সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন। এর মধ্যে দুজন নারী মারা গেছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় ট্রলির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনাকবলিত ট্রলি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রলির চালককেও। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন