দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। নদী ও সমতলের চা শিল্প এলাকা হওয়ায় এ উপজেলায় শীত একটু বেশি হয়। বিশেষ করে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এ জেলাসহ তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়বে শীত। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে নিশির শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। হিমালয় সংলগ্ন হওয়ায় এ জেলার তাপমাত্রা দিন দিন কমছে।
মন্তব্য করুন