নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পাবনার চাটমোহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং একই এলাকার জয়েন প্রাংয়ের ছেলে শাহ আলম (৪৭)। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই।
খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মোটরসাইকেল নিয়ে নাটোরের গুরুদাসপুরে সার কিনতে বের হয়েছিলেন শ্যালক ও দুলাভাই। বিকাল ৪টার দিকে ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুটি মরদেহ পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা কেউ বলতে পারেনি।
মন্তব্য করুন